শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বীরকন্যাদের বরন করতে প্রস্তত হচ্ছে ছাদ খোলা বাস

অনলাইন ডেস্ক নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলারদের বরণ করতে প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। ক্রীড়া মন্ত্রণালয়ের অনুরোধে বাংলার বাঘিনীদের বরণে এই ছাদখোলা বাসের ব্যবস্থা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

ফাইনাল ম্যাচের আগে নারী ফুটবলার কৃষ্ণা রানী ফেসবুক পোস্টে ছাদখোলা বাসে শিরোপা উদ্‌যাপনের ছবি পোস্ট করে লেখেন, ‘এমন মুহূর্তের অপেক্ষায়।’
আরেক ফুটবলার সানজিদা সেই সুরে সুর মিলিয়েই হয়তো বলেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সেই কথাগুলো যেন কোটি কোটি বাঙালির মর্মে নাড়া দেয়। অজান্তেই যেন সবাই বলে ওঠে, ‘ওদের জন্য একটা ছাদখোলা বাস হলে কেমন হয়?’

সেই জন-দাবির সাথে তাল মিলিয়েই সোমবার ম্যাচ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছিলেন, ‘সাবিনাদের আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যথা লেগেছে। আমাদের দেশে যদিও ছাদখোলা কোনো বাস নেই ঢাকায়; তারপরও আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করেছি। তাদের ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই সংবর্ধনা আমরা দেব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের আমরা নিয়ে যাব। তাদের মনের আশা পূরণ করব।’

আগামী কাল কৃষ্ণা ও সানজিদাদের বিমানবন্দরে বরণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবলপ্রেমীরাও হয়তো থাকবেন রাস্তাঢ। ভক্তদের সেই অভিবাদনের জবাব নারী ফুটবলাররা এবার ছাদখোলা বাস থেকেই দিতে পারবেন।

বিআরটিসির সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্রীড়া মন্ত্রণালয় ছাদখোলা বাসের আক্ষেপ ঘোচানোর পরিকল্পনা নেয়। তারা বিআরটিসির সঙ্গে গতকাল রাতেই যোগাযোগ করে। বিআরটিসি কোনো রকম দ্বিধা না করেই সংস্থার একটি বাসের ছাদ কেটে নারী ফুটবল দলের দেশে ফেরার উদ্‌যাপনটি রাঙাতে তৎপর হয়। বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয় আজ মঙ্গলবার সকাল থেকে। আজকের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানান মতিঝিল ডিপোর কর্মকর্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype