ডেক্স রিপোর্ট
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে দীর্ঘ সময় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গতকাল থেকে দেশের বিভিন্ন কলেজ সমূহে চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম গতকাল থেকে শুরু হয়ে চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির বেসরকারি কলেজ গুলোতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে গ্রাম পৌর ও মেট্রোপলিটন এলাকার জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে। অপরদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক মোঃ জিয়াউল হক জানান অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে ক্লাস একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাভাবিকভাবে শ্রেণীর কার্যক্রম চলবে।