অনলাইন ডেস্ক : মিরসরাইয়ে জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের করেরহাট উপকমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কমিটি গঠনের অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
নবনির্বাচিত কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও জামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা মালিক গ্রুপ কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদের, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের বক্তরা বলেন, সংগঠন করে যে কোন কাজ সহজ ও গতিশীল ভাবে করা যায়। গাড়ির মালিক পক্ষ সব সময় অসহায়ের মত, মালিক পক্ষের স্বারর্থের জন্য এ সংগঠন কাজ করে যাবে।
এ সময় নতুন কমিটির সভাপতি পদে নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিনকে দায়িত্বে দেয়া হয়।