শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পাকিস্তানের এজেন্টদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে যখন দেশের প্রান্তিক কৃষক কৃষি যন্ত্রপাতি, বীজ ও সার ভর্তুকিমূল্যে পেয়ে খুশি এবং দেশের খেটে খাওয়া মানুষ খুশি ঠিক তখনই একটা দলের মন খারাপ। আর সে মনখারাপ দলের নেতা হচ্ছেন, মির্জা ফখরুল সাহেব। দেশের মানুষের সন্তুষ্টিতে যাদের মন খারাপ হয়, দেশের স্বাধীতায় এখনো যারা বিশ্বাস করে না, বাংলাদেশে থেকেও যারা হৃদয়ে পাকিস্তানের ভাবধারা লালন করে তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। পাকিস্তানের এজেন্টদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।
গতকাল চট্টগ্রামের রাগুনিয়ার এড. আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষক লীগ রাগুনিয়া উপজেলা শাখা আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাগুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম,রাগুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক আকবর আলী চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব রেজাউল করিম রেজা, বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও রাগুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের জাতিয় পরিষদের সদস্য মোতাহের হোসেন বাবুল, রাগুনিয়া কৃষক লীগের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এরশাদ মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, রাগুনিয়া পৌরসভার মেয়র মোঃ শাহজাহান শিকদার, রাগুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বক্তৃতা করেন। এছাড়াও প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষক লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া একটি সংগঠন। কৃষক লীগ সমগ্র বাংলাদেশে কৃষির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ ও আলু উৎপাদনে সপ্তম। অথচ আমাদের দেশের কৃষি জমির পরিমান পৃথিবীতে সর্বনিম্ন। আয়তনের দিক থেকে বাংলাদেশ ৯২তম। এখন বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আজকে দেশে ১৮ লক্ষ মেট্রিকটনেরও বেশি খাদ্যশস্য মজুত আছে। এরপরও দেশের ষড়যন্ত্রকারীরা কারসাজি করে খাদ্যদ্রব্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তাই ষড়যন্ত্রকারীরা যাতে কারসাজি করে দাম বাড়াতে না পারে সে জন্য সরকার বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কৃষকরা সারের দাবিতে আন্দোলন করেছিল। আর সে অপরাধে বিএনপি আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কৃষক নেতা আজমকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। অথচ বঙ্গবন্ধুকন্যা সার, বীজ ও কৃষি যন্ত্রপাতিতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন।
আজ থেকে বারো, তেরো বছর আগে হালের বলদ দিয়ে চাষ করা হতো। এখন কৃষি জমিতে হালের বলদ দিয়ে চাষ হয় না। মন্ত্রী বলেন, যখন প্রথমবার এমপি নির্বাচিত হয়েছি তখন আমি ব্যক্তিগতভাবে কোন ইউনিয়নে একটি, কোন ইউনিয়নে দুইটি এবং কোন কোন ইউনিয়নে তিনটি করে পাওয়ার টিলার কিনে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী এখন দেশের ৮০ শতাংশ কৃষিকে যান্ত্রিকীকরণের আওতায় এনেছেন। এটাই কৃষির যান্ত্রিকীকরণ। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype