
আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শচীন্দ্র নাথ মিত্র, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, যুগ্ন-সম্পাদক আতোয়ার রহমান, আব্দুল মতিন মুসা, ঘিওর থানা (ওসি তদন্ত) মোঃ খালিদ মনসুর, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম লেবু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, এবং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইউনিয়ন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করেন ।