ডেক্স রিপোর্ট
দীর্ঘ প্রায় পাঁচ মাস পর আজ থেকে আগের স্বাভাবিক নিয়মে চলতে শুরু করেছে বাংলাদেশ যাত্রীবাহী বিমান। বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কারণে এতদিন ২৫% যাত্রী আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে বিমান পরিচালনা করছিল বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। আজ থেকে এই বিধিনিষেধ আর থাকছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন ২৫ শতাংশ আসন খালি রাখার যে বাধ্যবাধ্যকতা নির্দেশনা ছিল, আজ থেকে অভ্যন্তরীণ রুটে তা থাকছে না। আগের মতই শতভাগ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের ফিরিয়ে আনতে আগামী মঙ্গলবার জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।