শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে প্রেম কারণে যুবকের আত্মহত্যা

ইতিহাস৭১ ডেস্ক : প্রেম ঘটিত কারণে সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে সালেহ আহমদ (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মো. এরশাদ আলীর ছেলে।

আজ মঙ্গলবার নিজ শয়নকক্ষ থেকে সিলিংয়ের হুকের সাথে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার নিথরদেহ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়।
পুলিশ ও তার পরিবার সূত্র জানায়, চার ভাইবোনের মধ্যে সালেহ আহমদ সবার বড়। গেল সোমবার রাত ১১টার পরে পরিবারের সবার সাথে রাতের খাবার শেষে ঘুমুতে যান নিজ শয়ন কক্ষে। পরদিন সকাল ৮টায় অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না তার মা ছানারা বেগম। পরে বাহির থেকে চাবি দিয়ে দরজা খুলে দেখতে পান ছাদের সিলিংয়ের সাথে ঝুলে আছে সাহেদ। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

অপর একটি সূত্র জানায়, তিনি প্রেম ঘটিত কারণেই আত্মহনন করেন। বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অমিত সিংহ বলেন, এ ঘটনায় ভিকটিমের মা ছানারা বেগম একটি অপমৃত্যু মামলা দিয়েছেন। ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype