শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঐতিহ্যবাহী গ্রামবাংলার জনপ্রিয় ‘হাঁস খেলা’ বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে

ইতিহাস৭১ ডেস্ক: গ্রামবাংলায় নানা ধরনের ঐতিহ্যবাহী খেলা ছিল একসময় দিনাজপুর অঞ্চলের। যা সবাইকে আনন্দ দিত। কিন্তু কালের বিবর্তনে অনেক খেলা আজ হারিয়ে যেতে বসেছে। কিন্তু এখনও কিছু খেলা স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন আয়োজন করে মানুষকে বিনোদন দেয়ার জন্যে। এমনই এক ঐতিহ্যবাহী গ্রামবাংলার জনপ্রিয় ‘হাঁস খেলা’ বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে হারিয়ে যাওয়া গ্রামবাংলার এই হাঁস খেলা দেখতে ভিড় করেন। বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সের দর্শনার্থী শিশু, কিশোর, পুরুষ, নারী, বৃদ্ধসহ অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষের ভিড় ছিল লক্ষনীয়।
গত শুক্রবার বিকালে বীরগঞ্জ শহরের ৩নং ওয়ার্ডের আরিফ বাজারের আরিফের মিল চাতাল প্রাঙ্গণে স্থানীয় নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঐতিহ্যবাহী এ হাঁস খেলায় প্রতিযোগিদের চোখে গামছা বেঁধে হাঁস খেলার এ আয়োজন করা হয়। হাঁস খেলা প্রতিযোগীতা শেষে একটি সচেতনতামূলক নাটকও পরিবেশন করা হয়।

খেলার প্রতিযোগি দলের সকলের চোখ বাঁধা। মাঝখানে দুটি পাতিহাঁস ছেড়ে দেয়া হয়। এরপর চোখে গামছা বাঁধা অবস্থায় ওই হাঁসটিকে যে ধরতে পারবে সেই বিজয়ী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি করে হাঁস।

এসময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মোবাইল গেম, মাদক ও অপরাধ মুক্ত রাখতে এসব ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলার আয়োজন করা প্রয়োজন।

উপস্থিত দর্শকরা এধরনের বিনোদন নির্ভর ঐতিহ্যবাহী গ্রামবাংলার খেলাগুলো নিয়মিত আয়োজনের দাবি জানায়।

অনুষ্ঠানের শুরুতে নব শিল্পী উন্নয়ন সংস্থার সভাপতি হেমন্ত কান্ত বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আবু হোসাইন বিপু, বীরগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোছা. নারগিস আক্তার কেয়া, আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি মো. হানিফ হোসেন প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype