শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে বিজিবি কর্তৃক সেগুন কাঠসহ- ১টি পিকআপ গাড়ি জব্দ

 রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ রামগড় জোন – ৪৩ বডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক বুধবার  সন্ধ্যায় রামগড়স্থ ১নং পৌর ওয়ার্ডের বল্টুরাম টিলা নামক এলাকা থেকে ৪৭ ঘনফুট সেগুন কাঠ ও ১টি পিকআপ গাড়ি জব্দ করেছে বিজিবি জোয়ানরা।

যার বর্তমান বাজার দর ১৩লাখ ৩০হাজার ৫শত টাকা। বিজিবি কর্তৃপক্ষ এ প্রতিননিধিকে জানান,জব্দকৃত কাঠ ও গাড়ি রামগড় বনবিটে জমা করা হয়েছে। রামগড় জোন ও ৪৩ বিজিবি পরিচালক অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি এ প্রতিনিধিকে জানান, জোনের অধীনস্থ এলাকায় সীমান্ত রক্ষার পাশাপাশি পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও অভিযান চলমান রয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype