রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আজ ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা,ভারতের ভরসা কোহলি

অনলাইন ডেস্ক : সুপার ফোরের লড়াইয়ে আজ ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। হাতে থাকা দুই ম্যাচেই জয় পেতে হবে রোহিত শর্মাদের। আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। এ ম্যাচে জয়ের বিকল্প নেই। হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত। আগের ম্যাচে তারা আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে বেশ সুবিধাজনক স্থানেই আছে।

তবে এই ম্যাচেও ভারতের ভরসার নাম বিরাট কোহলি। কিছুদিন আগেও ভারতের অনেক খ্যাতনামা ক্রিকেটার মন্তব্য করেছেলিন, কোহলি নাকি হারিয়ে যাচ্ছেন। এমনকি কোহলিকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। সেই বিরাটই ভারতীয় ক্রিকেটে ভরসা হয়ে উঠেছে।
বিশেষ করে এশিয়াকাপে আবার তার ব্যাট জ্বলে উঠছে। অন্যরা না পারলেও তিনিই টানা দুই হাফ সেঞ্চুরি পেয়েছেন। এশিয়াকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৩৫, হংকং ৫৯ ও সুপারফোরে পাকিস্তানের কাছে ম্যাচ হারলেও কোহলির ব্যাট থেকে এসেছে ৪৪ বলে সর্বোচ্চ ৬০ রান। দুই হাফ সেঞ্চুরিতেই বলা হচ্ছে ভারতের ভরসা বিরাটই।

পাকিস্তানের কাছে হেরে ভারতের ফাইনাল খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে। এখন লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতেই হবে রোহিতদের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype