
আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে এক গৃহীনির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামে তার মৃত্যু হয়। নিহত গৃহীনি মোঃ ইছাক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম ( ৫০ )।
খোঁজ নিয়ে জানা যায়; সকাল থেকেই আকাশের অবস্হা মেঘলা ছিলো। হাঠাৎ দুপুরে ঝড়হওয়া বইছিলো সাথে সাথে বিদ্যুৎ চম্কাচ্ছিলো। ওই গৃহীনি গরুর ঘাস কাটার জন্য চকে গেলে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্বামী রেখে যান। ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।