শনিবার-২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ-১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নবনিযুক্ত ডিআইজি আনোয়ার হোসেন কে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচছা

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর নগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন। ১০ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১টায় চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সভাপতি শিব্বির আহমেদ ওসমান ও চৌধুরী মুহাম্মদ রিপন এর নেতৃত্বে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম নবনিযুক্ত ডিআইজি আনোয়ার হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য যে, গত ৩১শে অগাষ্ট রোজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।জানা গেছে,চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি)খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।ওই পদে পদায়ন করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনকে।

উক্ত সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক রানা সাত্তার,প্রচার সম্পাদক নুরু হোসেন,দপ্তর সম্পাদক এম,এ,মান্নান, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছরোয়ার উল আলম।চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সদস্য হিসেবে ছিলেন ইমতিয়াজ আহমেদ,ফিরুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান রিয়াদুল মামুন সোহাগ,সাংবাদিক মোহাম্মদ মিজান,মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।

এইসময় চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সভাপতি শিব্বির আহমেদ ওসমান ডিআইজি আনোয়ার হোসেন কে বলেন,চট্টগ্রামে অনেক সাংবাদিক অনেক জায়গায় হেনস্তার স্বীকার হয়।আমরা আপনার সহযোগিতা চাই।দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো নিউজ উপহার দিতে পারি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype