সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর হত্যাকারীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা সামনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারবো না। তাই তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধূরী। এ সময় অন্যন্যের মধ্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুব, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দুঃস্বপ্ন কখানোই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দারিদ্রমুক্ত,শোষণমুক্ত সোনারবাংলা প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,৭১,৭৫ ও ২০০৪ এর ২১ আগস্টের ঘাতক এবং ২০১৩ সালের আগুন সন্ত্রাসীরা একই সূত্রে গাঁথা। তারা আরো একটি ১৫ আগস্ট ঘটাতে চায়। কারণ’৭৫ -এ তাদের জিঘংসা অসমাপ্ত থেকে গেছে। সেদিন তাঁর দুই কন্যা বিদেশে ছিল বলে বঙ্গবন্ধুর রক্ত বেঁচে যায়। ৬ বছর বিদেশে দুঃসহ জীবন যাপনের পর বঙ্গবন্ধুর ২দুইকন্যা দেশে ফিরে আসে ।

সুত্র: বাসস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype