শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম সমিতি ঢাকা আয়োজিত ‘মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত স্মারক বক্তৃতা সম্পন্ন

চট্টগ্রাম সমিতি ঢাকা আয়োজিত ‘মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত  হয়েছে  শুক্রবার  বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে সমিতির মিলনায়তনে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠান সম্পন্ন হয় ।

সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম। স্মারক-বক্তৃতা উপপরিষদের আহ্বায়ক এ এম মসসুরুল আলম এতে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো।

এতে স্মারক বক্তৃতা প্রদান করেন বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর নেতাজী সুভাষ আইডিওলজির (আইসিএনএসআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা পঙ্কজ চক্রবর্তী এবং সাংবাদিক ও গবেষক শরীফ শমশির।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype