
দেলোয়ার হোসেন মাসুদ : বুধবার নেত্রকোণার ছোটবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহর প্রদক্ষিণ করে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ জেলার আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিগত বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশে জঙ্গিদের উত্থান। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে দেশের আপামর সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। এবং ১৭ই আগস্ট ২০০৫ সালে তৎকালীন বিএনপি জামাতের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী এবং তাদের মদদ দাতাদের আইনের আওতায় আনার দাবি জানান নেত্রকোণা জেলা আওয়ামী লীগ।
উল্লেখ থাকে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের ৬৩টি জেলার ৫ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
উক্ত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান খান রতন, সহ-সভাপতি অধ্যাপক গোলাম রসুল তালুকদার, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার, ইফতেখার উদ্দিন মাসুদ, সামছুর রহমান ভিপি লিটন,দফতর সম্পাদক মাজহারুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী কামাল, রেড ক্রিসেন্ট নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান মানিক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ,পোর আওয়ামী লীগ সভাপতি অর্পিতা খানম সুমি, সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি, দেওয়ান রনি, মহিলা যুবলীগের সভাপতি মনজু সরকার, সাধারণ সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, মৎসজীবী লীগের আহ্বায়ক গাজী মোসাদ্দেক হোসেন রতন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।