
ডেক্স রিপোর্ট
চট্টগ্রামের বিভিন্ন রুটে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে রাস্তায় তৎপর রয়েছে বিআরটিএর ভ্রাম্যমান আদালত । বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত গণপরিবহনে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ভাড়া তদারকিতে নগরে সিটি গেট, চকবাজার, বদ্দারহাট, বন্দর, আগ্রাবাদ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। আর এসব পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় এবং অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অপরাধের দায়ে ৩৯ টি মামলা ও ৩৫হাজার টাকা ছয়শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও আইন লংঘন দায়ে ১০ টি বাস এর লাইসেন্স জব্দ করা হয়েছে। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে তারা সর্বদা রাস্তায় আরো অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন।