মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবস পালনে রামগড় জোন- ৪৩ বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে রামগড়ে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করেছে রামগড় জোন- ৪৩ বিজিবি।

১৫ আগষ্ট (সোমবার) সকালে উপজেলার তৈচালাপাড়াস্থ রামগড় জোন- ৪৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে ব্যাটালিয়ন অধীনস্ত সীমান্ত এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,

বাগান বাজার বিজিবি ক্যাম্পে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এবং রামগড় শহিদ ক্যাপ্টেন আবতাবুল কাদের বিদ্যা নিকেতনে কোমলমতি শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে রামগড় জোন- ৪৩ বিজিবি।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন রামগড় জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি। এসময় রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান, স্থানীয় সাংবাদিকসহ পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার ও রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি এলাকার অসহায়- হত-দরিদ্রদের খাদ্য সামগ্রী,

চিকিৎসাসহ কোমলমতি শিশুদের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতার মধ্যদিয়ে পুরস্কার প্রদানসহ জনকল্যাণমূখী কর্মসূচি পালন করছে বিজিবি।

এম.জে.আর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype