
জাবেদুর রহমান : চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সভাপতি সিরাজ মিঞার আকস্মিক মৃত্যুতে শোকসভা নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয় । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তফাজ্জল হোসেন প্রধান এর সভপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি এস এম রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত । স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক পারভেজ মাহমুদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক মো. ইফতেখার কামাল খান, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারন সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল মিল্টন ডেকোরেটার্স এর স্বত্বাধিকারী সাজেদুল আলম চৌধুরী মিল্টন ।
বক্তব্য রাখেন ইতিহাস৭১ টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,সাংবাদিক জাবেদুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ জালাল , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর,ম্যানের সমিতির সাধারন সম্পাদক ওলিউল্লাহ রাসেল , ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মহিউদ্দিন, হালিশহর বাবুর্চি সমিতির সভাপতি আবুল হোসেন,কাজীর দেউরি বাবুর্চি সমিতির সাধারন সম্পাদক হাজী জসিম উদ্দিন ,মরহুম সিরাজ মিঞার ছোট ছেলে মো. কাউছার, ডেকোরেটার্স মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মো. বশির আহমেদ, হালিশহর বাবুর্চি সমিতির সাধারন সম্পাদক, মোহাম্মদ জামাল প্রমুখ ।