শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইতিহাস ৭১ নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নামমো. আবরার হোসেন। ৭ আগস্ট (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী ফজল রহমান কেরানী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রবাসী মো. সুমনের ছেলে আবরার।

মো.মাজেদুল হক (আবরারের চাচা) বলেন, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুরের ধারে চলে যায় আবরার। একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। তাকে পাওয়া না গেলে পুকুরে খোঁজ করা হয়।

পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী এ বিষয়ে জানান, দুপুর ১টা ২০ মিনিটে জরুরি বিভাগে আনা হয় আবরারকে। পরে চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এম.জে.আর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype