
অনলাইন ডেস্ক
সাশ্রয়ী মূল্যে করোনাভাইরাস শনাক্তকরণ আরটিপিসিআর কিট তৈরি করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। প্রথমবারের মতো দেশীয় কোনো প্রতিষ্ঠান করোনা শনাক্তে আরটিপিসিআর কিট তৈরি করলো।
রবিবার রাজধানীর সায়েন্সল্যাবে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, উদ্ভাবিত কিটটি বাজারে এলে এর দাম পড়বে ২৫০ টাকা। দেশীয় এই কিট দিয়ে ৪-৫ ঘণ্টায় করোনার প্রাথমিক উপস্থিতি নিশ্চিত করা যাবে।
আরটিপিআরের মাধ্যমে যেখানে করোনা পরীক্ষায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়, সেখানে বিসিএসআইআরের কিটে করোনা পরীক্ষা হবে মাত্র ২৫০ টাকায়।
এরই মধ্যে ওষুধ প্রশাসন অধিদফতর এই কিট উৎপাদনে অনুমোদন দিয়েছে। এছাড়া কিটের এথিকেল ক্লিয়ারেন্স দিয়েছে বাংলাদেশ মেডিকেল গবেষণা পরিষদ।
এ বিষয়ে বিসিএসআইআর জানায়, বাংলাদেশে এখন যে কিটটি ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। সে তুলনায় এই কিটটি অনেক সাশ্রয়ী। এই কিটটি বাজারে এলে বর্তমানের তুলনায় করোনা পরীক্ষার হার বেড়ে যাবে।
জানা যায়, বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই বিপুল সংখ্যক শনাক্তকরণ কিট সম্পূর্ণই আমদানি করতে হয়।