বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নবজাতক শিশুকন্যাকে মাটিতে পুঁতে ফেলার পর জীবিত উদ্ধার

ইতিহাস ৭১ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের সবরকাঁথা জেলার গাম্ভোই গ্রামে এক নবজাতক শিশুকন্যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন এক কৃষক।

কৃষকের অভিযোগ, নবজাতক শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। সে হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। তবে আশেপাশে কাউকে দেখতে পাননি। তখনি হঠাৎ চোখে পড়ে মাটি থেকে এক শিশুর হাত বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাটি খুঁড়তেই দেখতে পেলেন এক শিশু।

তখনি তিনি শিশুটিকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা গিয়েছে। মাটির মধ্যে আটকে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যা বলে মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তার বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এম.জে.আর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype