মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

তিন বছর পরে কেরানীগঞ্জে চট্টগ্রাম থেকে অপহৃত শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়ার শিশু মো. সিয়াম ২০১৯ সালের ২৫ জুন অপহরণের শিকার হয়। তখন সময়ে তার বয়স ছিল ৮ বছর। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তিন বছর পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে ।

২ আগস্ট (মঙ্গলবার) রাত ৯টায় শিশু মো. সিয়ামকে উদ্ধার করা হয়। ৩ আগস্ট (বুধবার) বিকেলে এ তথ্য জানান পিবিআই। উদ্ধার উদ্ধার হওয়া সিয়াম (১১) বাকলিয়া এলাকার কাতারপ্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, অপহরণকারী নাছির মাদরাসা শিক্ষার্থী সিয়ামকে মার্বেল কিনে দেওয়ার প্রলোভনে ট্রেনে করে ঢাকায় নিয়ে যান। পরে নাছিরের হেফাজত থেকে সিয়াম পালিয়ে যায়। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও কনটেইনার টার্মিনাল এলাকায় রেস্টুরেন্টের সামনে ঘোরাঘুরি করতে থাকে।

এসময় রেস্টুরেন্টের মালিক সিয়ামকে কাজে রাখেন। তবে সিয়াম তার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা বলতে না পারায় রেস্টুরেন্ট মালিক তাকে ফেরত পাঠাতে ব্যর্থ হন।

পুলিশ সুপার নাইমা সুলতানা আরো জানান, সিয়াম পালিয়ে যাওয়ার পর অপহরণকারী নাছির চট্টগ্রামে ফিরে এসে সিয়ামের মায়ের কাছে মোবাইলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে নাছির গ্রেফতার হলেও সিয়ামকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

পরে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলার তদন্তভার পিবিআইকে ন্যস্ত করা হয়। এরপর দীর্ঘ তদন্তে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে প্রায় তিন বছর পর সিয়ামকে কেরানীগঞ্জের সেই রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype