
নুরুল আবছার চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় বক্তারা বলেছেন নুরুল আবছার চৌধুরী আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন মরহুম নুরুল আবছার চৌধুরী একজন সমাজদরদি ব্যক্তিত্ব ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। পরকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে তিনি মানুষের মাঝে জনবহুল পরিচিত ছিলেন। তিনি কর্মগুণে মানুষের মাঝে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
জাতীয় মানবাধিকার সংস্থা বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গতকাল ২৭ জুলাই বুধবার সন্ধ্যা সাতটায় নগরীর চন্দনপুরাস্থ এনএসি ভবনে ফোরামের উপদেষ্টা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর পিতা, সমাজদরদি, শিক্ষানুরাগী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মরহুম নুরুল আবছার চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মো. ইয়াকুবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় মানবাধিকার নেতা আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আসাদুজ্জামান আসাদ, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি মো. হাসান মুরাদ, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মোরা পত্রলেখক সমাজ’র সভাপতি সজল দাশ,দৈনিক যায়যায়কাল চট্টগ্রাম প্রতিনিধি মো সেলিম উদ্দীন ।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ সন্তান, বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী। সভায় বক্তারা আরো বলেন, মরহুম নুুরুল আবছার চৌধুরী ছিলেন একজন আপাদমস্তক সাদা মনের মানুষ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। তিনি মানুষের কল্যাণে কাজ করে উচ্ছ্বসিত হতেন। তিনি যতদিন জীবিত ছিলেন, মানুষের কল্যাণে তার জীবনকে উৎসর্গ করেছেন। এরকম সমাজদরদি ও পরোপকারী ব্যক্তিত্ব আজ সমাজে বিরল।
সংগঠনের গ্রন্থ ও পাঠাগার সম্পাদক রেহেনা আহমেদ মনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নাঈম উদ্দিন, বিভাগীয় কমিটির সহ-গ্রন্থ ও পাঠাগার সম্পাদক মনোয়ারা বেগম পান্না, উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা আকতার ডলি, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোমেনা আকতার সাথী, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াছমিন, সমাজসেবী মো. হারুন, সংস্কৃতিকর্মী মো. হান্নান শাহ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নাতে মোস্তফা পরিবেশন করেন মো. সাফওয়ান সামী এবং আলোচনা সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুল কাদের।