
বুধবার ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন জোটের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক রয়েছে ডি-৮ জোটের সদস্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ রক্ষা করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠানোর কথা ছিল পাকিস্তানের।
উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তার ঢাকায় আসার কথা ছিল।
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খান ঢাকায় আসছেন না।পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা সম্মেলন শুরুর একদিন আগে মঙ্গলবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন। তবে সশরীরে না এলেও তিনি অনলাইনে সম্মেলনে যোগ দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী (বিলাওয়াল ভুট্টো) ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।