বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

পশ্চিম বাকলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কুরআন ও এতিমদের মাঝে খাবার বিতরণ

জুবাইর চট্টগ্রাম।
নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের নিরাপদ হাউজিং সোসাইটির কার্যালয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ৩ নম্বর ইউনিট আওয়ামী লীগ। ৩ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম তারিকুল ইসলাম রানার উদ্যোগে দিবসটি উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয় । এসময় প্রয়াত চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো ফারুকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এর প্রবীন নেতা আতাহার আলী সরদার, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য হাজী জাহাঙ্গীর,৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শাহ , আওয়ামী লীগ নেতা ছোটন বৈদ্য, মহিলা আওয়ামী লীগের যূগ্ন সাধারণ সম্পাদিকা মনীষা সেন,খোকন মজুমদার রাজীব, রাজীব রাহুল, মো. সাইফুর রহমান সাইফুল, মো. জুবায়ের, সুমন সেন, যুবলীগ নেতা মো ফারুক, মো আরিফ, মো জাবেদ, মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক আল আমিন, মো নুর উদ্দিন খোকন, ছাত্রলীগ নেতা এ কে এম হৃদয়, ছাত্রলীগ নেতা সাজাদুর রহমান তাজুন প্রমুখ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype