শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মিরেরসরাইয়ে আদর্শের স্বেচ্ছাসেবকদের সহায়তায় যৌতুক বিহীন এতিম মেয়ের বিবাহ সম্পন্ন

আদর্শের স্বেচ্ছাসেবকদের সহায়তায় এতিম মেয়ের যৌতুক বিহীন বিয়ে। মিরসরাই প্রতিনিধি। গত ২২ জুলাই রোজ শুক্রবার আদর্শের স্বেচ্ছাসেবকদের সহায়তায় এতিম একটি মেয়ের সম্পুর্ন খরচ বহন করা হয়। চট্টগ্রাম মিরসরাইয়ের বড় কমলদহ গ্ৰামের মা বাবা হারা, এতিম মেয়ে তিশা, তার বিয়ের জন্য তার নানু নূর ভানু সাহায্যের আবেদন করেন মানবিক আনসার সরোয়ার এর কাছে, পরে মানবিক আনসার সরোয়ার, এর ফেসবুকে দেয়া হয় ছোট একটি পোস্ট, অসহায় একটি এতিম মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, মুহূর্তেই সাড়া মিলে মানবিক পুলিশ মুক্তা চৌধুরীর,

পরে তাদের সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দলের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেয়, ঐ মেয়ের সম্পুর্ন বিয়ের খরচ বহন করবে তারা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কে ব্যবহার করে এতিম মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে সক্ষম হন তারা, এতে সহযোগিতা করেন,আলোর সন্ধ্যানে সেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জনি খান, জারা’স টিম এর টিম লিডার, আনজুমান জারা, নাইমুল রহমান, আব্দুল হালিম, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত সভাপতি, আদর্শ মোঃ রিফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদর্শ মোঃ এম এ হাসনাত, আইন বিষয়ক সম্পাদক, আদর্শ মোঃ শাকিল আহমেদ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক, মোঃ নুর উদ্দিন, প্রমুখ।

মানবিক পুলিশ মুক্তা চৌধুরী ও সরোয়ার উদ্দিন এর সাথে কথা বলে জানা যায় যে তারা নিজেদের অর্থে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, কিন্তু বড় ধরনের প্রোগ্রাম গুলো তারা যৌথভাবে পরিচালনা করে, তাই সামাজিক কর্মকাণ্ডে সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন, এবং যারা এতিম মেয়েটির বিবাহের জন্য সাহায্য সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে সীতাকুণ্ড উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সমাজসেবক হাজী মোহাম্মদ ইউসুফ শাহা, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত সভাপতি, আদর্শ মোঃ রিফাতুল জানান এতিম মেয়েটির বিবাহের হলুদ সন্ধ্যা থেকে শুরু করে বর যাত্রী আপ্যায়নের মাধ্যমে প্রোগ্রাম শেষ করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype