
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর সাথে সিএমপি সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ হান্নান চৌধুরী রানা, সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আকতার হোসাইন নেজামী, ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ আবু হানিফ জনি, সাংবাদিক মাঈন উদ্দীন সাগর, অলংকার মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীন প্রমুখ।
এসময় বিদায়ী কমিশনার তানভির আরাফাত বলেন, চট্টগ্রাম একটি ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নগরী। এখানে মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন রয়েছে, যা অন্য জেলার মানুষের মধ্যে তুলনামূলক ঘাটতি রয়েছে। চট্টগ্রামে কর্মজীবনের স্মৃতি কখনো ভুলবার নয়। আজীবন আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে চট্টগ্রাম ও চট্টগ্রামে কাটা দিনগুলো।