মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন

 বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটি, চট্টগ্রাম অঞ্চল, যুব শাখা ও মহিলা শাখার পক্ষ থেকে কেন্দ্রিয় কমিটির মাননীয় সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো ও সংঘের সিনিয়র নেতৃবৃন্দ সমভ্যবিহারে ৫০ জনের এক বৌদ্ধ প্রতিনিধিদল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার ঐতিহাসিক সমাধিসৌধে আজ রবিবার ১৭ জুলাই ২০২২ দুপুর ১২.৩০ টায় ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, উর্ধতন সহ-সভাপতি পি. আর. বড়ুয়া, মহাসচিব ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, সহ-সভাপতি ডাঃ উত্তম কুমার বড়ুয়া প্রমুখ সিনিয়র নেতৃবৃন্দ শোকবইতে সংঘের পক্ষ থেকে শোকবাণী লিখেন। সংঘের প্রতিনিধিদলকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস সমাধিসৌধের ভিআইপি অতিথিশালায় স্বাগতম জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে তাঁর সার্বিক সহযোগিতার জন্য প্রচার সংঘের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype