মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত

 বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে নগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় নিউ মার্কেট সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে গতকাল ১৬ জুলাই শনিবার বিকাল ৫টায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, এক/এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যাকে গ্রেফতার করে স্বাধীনতার পরাজিত শত্রুরা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই মিশন ও অপচেষ্টা বাংলার জনগণ এবং বঙ্গবন্ধুর সৈনিকেরা সফল করতে দেয়নি। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনের মুখে জনগণের মাঝে ফিরে আসেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেস জাকের, নগর রৌফাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিটন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ওসমান গণি, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, বাংলাদেশ সিএনজি অটোরিকশা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল হান্নান, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, চান্দগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, হালিশহর থানা শ্রমিক লীগের সভাপতি ফিরোজ আহমদ, বাকলিয়া হকার্স লীগের সাধারণ সম্পাদক কমান্ডার আবদুল ছালাম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, বায়েজিদ থানা হকার্স লীগের সাধারণ সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম, আরফীন নগরের শ্রমিক নেতা জসিম উদ্দিন, শ্রমিকনেতা মোহাম্মদ ইউসুফ, মহিউদ্দিন কবির হোসেন, আবুল হোসেন, ফজল আহমদ, মো. সালাউদ্দিন, মো. সবুজ প্রমুখ।

বঙ্গবন্ধুকন্যা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মওলানা মীর কাসেম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype