শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রথমবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অনকোলজি এবং হেমাটোলজি সম্মেলন

 চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনকোলজি এবং হেমাটোলজি বিভাগের আয়োজনে ১ম আন্তর্জাতিক অনকোলজি এবং হেমাটোলজি সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান বলেন, আজকের আয়োজনের মূল বিষয় হলো ক্যান্সার। এর জন্য যে দুটি বিভাগ কাজ করে থাকে তা হলো অনকোলজি এবং হেমাটোলজি। বিশ্বের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির ব্যবহার, নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের কারণে রোগীদের ধরণ ও চাহিদা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থার আরো অধিকতর উন্নয়ন করতে হবে। ক্যান্সার প্রতিরোধের প্রচেষ্টার অংশ হিসেবে মা ও শিশু হাসপাতালের অয়োজনে অনকোলজি এবং হেমাটোলজি সম্মেলন সকলের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রফেসর এম. এ. তাহের খান এর সভাপতিত্বে আন্তর্জাতিক অনকোলজি এবং হেমাটোলজি সম্মেলনে একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, বিভাগীয় স্বাস্থ পরিচালক ড. হাসান শাহারিয়ার কবির, প্রফেসর ডা. স্বপন কুমার বন্দোপাধ্যায়, প্রফেসর ডা. সাহেনা আকতার, প্রফেসর ডা. কামরুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, উপস্থিত ছিলেন  ।
এছাড়াও মা ও শিশু হাসপাতালের  অসংখ্য অনকোলজি ও হেমাটোলজি বিশেষজ্ঞ এবং প্রেস ও ইলেকট্রোনিক মিডয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype