
উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়ণ কর্মসূচি (এডিপি)-র অর্থায়নে রামগড় উপজেলার দুস্থ মহিলাদের মাঝে ২০টি সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে ৫৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে । মঙ্গলবার(২৮ জুন) বিকাল ৪টার দিকে পরিষদ হল রুমে দুস্থ মহিলা ও প্রান্তিক কৃষকদের মাঝে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী সেলাই মেশিন এবং স্প্রে মেশিন বিতরণ করেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মো: নাঈমুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রাশেদ চৌধুরী সহ উপকার ভোগিগন উপস্থিত ছিলেন।