
রোটারি আন্তর্জাতিক জেলা৩২৮২ এর আওতায় চট্টগ্রাম এরিয়ার রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ারের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগ্রাবাদে হোটেল ল্যান্ডমার্কে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ।পবিত্র কোরান তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । জাতীয় সংগীত পরিবেশনের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । দশম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথি বৃন্দসহ ক্লাবের কর্মকর্তারা ।
পোগ্রাম চেয়ার রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট দিল আফরোজ ।
বক্তব্য রাখেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী , ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতউর রহমান, পিডিজি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ফউচার ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি সামিনা ইসলাম, ইনকামিং ডিস্ট্রিক্ট সেক্রেটারী মোহাম্মদ শাহাজাহান, ডেপুটি গভর্ণর এমদাদুল আজিজ চৌধুরী প্রমুখ ।
আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি রোটারিয়ান এডভোকেট এরাদাত উল্লাহ, রোটারিয়ান এস এম মোস্তফা, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ আবদুর রাজ্জাক, ক্লাব সদস্য রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ জেমি, রোটারিয়ান সোলেমান হোসেন বাচ্চু, রোটারিয়ান নাসরিন সুলতানা ইতিহাস৭১.টিভির প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার দিলু বড়ুয়া জয়িতা ।
সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রক্তিম ধর ও প্রিয়া ভৌমিক । র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয় ।