বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নেত্রকোণার পৌর এলাকা বন্যা কবলিত

 পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে স্মরণকালের ইতিহাসে নেমে আসা প্রাকৃতিক দুর্যোগে বন্যায় প্লাবিত, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বেশ কয়েকটি উপজেলা। লাখ লাখ মানুষ পানিবন্ধি। দূর্ভোগ পোহাতে হচ্ছে ঐসব এলাকার মানুষের। গত দুই দিন যাবৎ বৃষ্টি কম হলেও পানি প্রতিমুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।

নেত্রকোণা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ধারিয়া বিলপাড়, চল্লিশা কান্দা ডহ আরো কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে। খবর পেয়ে এলাকা পরিদর্শন করতে যান স্থানীয় প্যানেল মেয়র -২ শেখ মোঃ হেলাল উদ্দিন হেলাল। শত শত ঘরবাড়ি বন্যা কবলিত হয়েছে, কারও উঠোনে, কারও মেঝে তলিয়ে গেছে, তলিয়ে গেছে স্থানীয় রাস্তাঘাট। রাস্তা প্রায় ২/৩ ফুট পানির নিচে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্যা কবলিত মানুষের সহায়তার ব্যবস্থা করা অত্যন্ত জরুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype