সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অনাড়ম্বরভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে আজ।

নিজস্ব প্রতিবেদক 

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ।  প্রতিবছর ৯ আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এ দিবসটি। কিন্তু ২০২০ সালে বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস সংক্রমনের কারণে যথাযোগ্য মর্যাদায় পালন করতে না পারলেও বিশ্বের নানা সম্প্রদায় ও সংগঠন বিভিন্ন আয়োজনে খুব ছোট পরিসরে পালন করছে এ দিবসটি। বাংলাদেশেও অনাড়ম্বরভাবে বিভিন্ন সম্প্রদায় ,সংগঠন ও প্রতিষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে নাচে-গানে কথায় কবিতায় দিবসটি পালন করছে। বিশেষ করে বাংলাদেশে আদিবাসী কালচারাল ফোরাম বাংলাদেশ আদিবাসী ফোরামসহ অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২০ পালন করছে। দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হলো আদিবাসীর জীবনধারা মৌলিক অধিকার সংস্কৃতি মানবাধিকার তথা আত্মনিয়ন্ত্রণাধিকার সম্পর্কে  আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে তোলা। এ দিবসকে সফল ও সার্থক করার লক্ষ্যে নানা সম্প্রদায় সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে আয়োজন করা হয়েছে বৈচিত্রপূর্ণ অনুষ্ঠান। বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের লক্ষ্য-উদ্দেশ্য সফল সার্থক হোক এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype