রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রধামন্ত্রীর নির্দেশনায় উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার প্যানেলে আলোকিত হচ্ছে রামগড়ের ৬শত পরিবার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বুধবার  দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজনে ১নং রামগড় ইউনিয়নের ১নং ওয়াডের বিভিন্ন এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের পরিবারদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। এ উপলক্ষে অন্তুপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব সোলার প্যানেল বিতরণ করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. হারুন- অর- রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ইউএনও খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ্ আলম মজুমদার, খাগড়াছড়ি উন্নয়ন বোর্ড এক্সিয়ান মুজিবুর আলম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া লক্ষে যেসব দূর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যঞ্চলের ভাগ্য উন্নয়নের কাজ করছে। যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পার্বত্য অঞ্চলে পাহাড়ী বাঙ্গালি শান্তিপূর্ণ সহ অবস্থানে বসবাস করতে হবে। এ সময় তিনি ১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধের সময় অকুতভয় শহীদ বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন আফতাবুল কাদের এর স্মৃতিচারণ করেন। আলোচনা সভাশেষে রামগড় ১নং ইউনিয়নের অন্তুপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে ৬ শত পরিবারের মাঝে সোলার সিস্টেম বিতরন করা হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype