এক অবেলায় সকল মায়া ছেড়ে কত রাগ অভিমানে
রাত্রি দিনের শত কলরব ভুলে ছুটে চলা এক ফেরারি মন ;
সকালের স্নিগ্ধতা পারেনি ধরে রাখতে ছিন্ন করে দিয়ে কত দীর্ঘ দিনের বন্ধন
বাড়ি ছেড়ে খুঁজেছে কত শত আপন জন।
কেউ তো বোঝেনি তার মনের ব্যথিত ব্যথা, বার বার হেরেছে ছিল না কোন কারণ ;
ছুটে চলা এক অদ্ভুত আবেগ আবদার, ভালোবাসা করেছে তারে বরণ।
শত ব্যথিত ব্যথার সমাপ্তি দেবে বলে তারপরও উপেক্ষিত হয় তার ফেরারি মন ;
কি যে নেশায়, কি যে বেদনায়, ডুবিয়ে রেখেছে মনের সকল অভিলাষ জানতে চাইবে না
কেউ আর আমার কাছে আমার ফেরারি মনটার ;
জানো — যেদিন তোমাকে ফেরারির বেশে দেখেছিলাম পথ প্রান্তরের ঘাটে ব্যাকুল হৃদয়
ডেকেছে তোমায় আমিও ফেরারি হবো বলে :
ব্যাকুল হৃদয় মানেনি সেদিন কত শত অভিযোগ খুঁজে ফিরে
ছুটে চলে রচনা করেছিল এক অদ্ভুত বিশালতার স্তুপ ;
জানি একদিন ভুলে যাবে ফিরে যাবে আপন কোন নীড়ে,
পথ চলাটা ভুলে গিয়ে জন্ম দিয়ে যাবে এক অদ্ভুত ভালোবাসা কোন এক ফেরারি মনে!!
লেখক – ছাত্র নেতা , চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক