
চট্টগ্রামে সীতাকুণ্ডের কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ব্যপক কম্পন অনুভব হয়েছে। কম্পনের আওয়াজ এতটাই তীব্র যে আশেপাশে এলাকার সবার বিল্ডিয়ের কাঁচের গ্লাস ভেঙে গেছে।বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।
জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজন। রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিভিন্ন সংগঠন। অতিরিক্ত অসংখ্য এম্বুলেন্স জরুরি প্রয়োজন । চট্টগ্রামের সবকটি সরকারী/ বেসরকারি হসপিটালের এম্বুলেন্স সীতাকুন্ডে যেতে বলা হচ্ছে ফায়ার সার্ভিস পক্ষ হতে ।