রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা ২০২২এ ভূষিত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া

আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি কলকাতা কর্তৃক দীনেশ রবীন্দ্র পত্র সম্মাননা ভুষিত হয়েছে একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ।

ঢাকার এনএইএম অডিটোরিয়ামে  নায়েমের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আমীর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিজয় বন্ধু জনাব মোস্তফা জব্বার। সম্মাননা গ্রহণকারী অন্যদের মধ্যে রয়েছেন-  বিজয় বন্ধু মোস্তফা জব্বার, সুবাস দত্ত এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপঙ্কর শ্রীজ্ঞান ও নজরুল গবেষক এএফএম ড. হায়াতিউল্লাহ ।
সভার সঞ্চালনা করেন সিংগাইর কলেজের অধ্যক্ষ নুরন্দদীন  এবং কলকাতার আচার্য দীনেশ চন্দ্র সেনের নাতনী দেনকন্যা সেন । প্রতিটি প্রাপককে একটি রৌপ্য পদক, একটি উত্তরিয়া এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়।  অতিথি ছিলেন NAEM-এর মহাপরিচালক প্রফেসর ড. মোঃ নিজামুল করিম এবং DORF এর প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype