রাঙ্গুনীয়া সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ৫ টি বসতঘর। সোমবার (৩ আগস্ট) ভোর ৫ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে ওই এলাকার স্থানীয় আজম খাঁন, আইয়ুব খাঁন, আলী আহমদ, ছালেহ আহমদ ও তোফায়েল আহমদের কাঁচা বসতঘর পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবরে তাৎক্ষণিক পরিদর্শন করে তাদের সাথে কথা বলেছি। তাদের ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা আবু বকর ছিদ্দিকী বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।