
নিজস্ব প্রতিবেদক : ডা.মোহন চন্দ্র-ডা.শশাঙ্ক মেমোরিয়াল কমপ্লেক্স এর শুভ উদ্বোধন ও প্রয়াত মঞ্জুশ্রী বড়ুয়া সহ ডাক্তার বাড়ির প্রয়াত সকল স্বজনদের উদ্দেশ্যে দুইদিন ব্যাপি অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, সদ্ধর্ম সভা, গুনীজন সংবর্ধনা ও স্বজন সমাবেশ গত ২৭ মে শুক্রবার ডাক্তার পরিবারের প্রয়াত সকলের পারলৌকিক শান্তি-সুখ কামনা এবং নবনির্মিত ভবন দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগুরু অভয়ানন্দ মহাথেরো। প্রধান অতিথি ছিলেন ভদন্ত আনন্দমিত্র মহাস্থবির, রাজবন বিহার, রাঙামাটি ও সদ্ধর্মদেশক ভদন্ত আনন্দ মহাস্থবির, রাজবন বিহার, রাঙামাটি। তিন পর্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
২৮ মে (শনিবার) সকাল ৯টায় ১ম পর্বে ডা. মোহনচন্দ্র-ডা. শশাঙ্ক মেমোরিয়াল কমপ্লেক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আগগ্মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাথেরো, সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সভাপতিত্ব করেন সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথেরো, উপ-সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান ধর্মদেশক ছিলেন সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
২য় পর্বে সম্মানীত গুণীস্বজন ছিলেন অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং ২০১৯ সালে একুশে পদকে ভূষিত। প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, পি এইচ এফ, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং ২০২১ সালে একুশে পদকে ভূষিত।
সংবর্ধিত কৃতি স্বজন ছিলেন প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, প্রাক্তন পরিচালক সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও যুগ্ম-সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিতসক পরিষদ(স্বাচিপ) এবং ড. প্রকৌশলী সূচনা বড়ুয়া, বিএসসি ইঞ্জিনিয়ারিং(সিভিল)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপ্রিয় বড়ুয়া, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। উদ্বোধক ছিলেন নৃপেন্দ্র লাল তালুকদার, প্রাক্তন চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন। ‘স্বজন স্মরণ’ মোড়ক উম্মোচন করা হয়। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সূপ্ত ভূষণ বড়ুয়া, ভাইস চেয়ারম্যান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, চেয়ারম্যান, ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদ, সিদ্ধার্থ বড়ুয়া, এফসিএ, প্রেসিডেন্ট, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল , কমলেন্দু বিকাশ বড়ুয়া, সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ড. সুব্রত বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব। সম্মানিত অতিথি সুজন বড়ুয়া, কবি ও সম্পাদক, রাশেদ রউফ, কবি ও সাংবাদিক, বিপুল বড়ুয়া, কথা সাহিত্যিক, উৎপল বড়ুয়া, শিশু সাহিত্যিক, মিলন বণিক, সাহিত্যিক, রূপায়ন বড়ুয়া কাজল, নাট্য ব্যক্তিত্ব, হীরাধন বড়ুয়া, সংগীত শিক্ষক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া।