মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬মে (বৃহঃবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রামগড়ের সার্বিক পরিস্থিতি সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন, রামগড়ে সার্বিক ঠিক থাকলেও সম্প্রতি মাদকের তৎপরতা বেড়েছে। মাদক নির্মুলে দ্রুত প্রদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন বক্তাগন। তাছাড়া বিদ্যুৎ লোডশেডিং সমস্যার উত্তোরণ, ইভটিজিং বন্ধে আরো তৎপরতা বাড়ানো, গরু-মুরগী মাংসের মূল্য বৃদ্ধি রোধ ও বাজার মনিটরিংয়ের বিষয়ে আরো তৎপরতা বাড়ানোর অনুরোধ করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার, ওসি(তদন্ত) রাজীব চন্দ্র কর, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মফিজুর রহমান, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী আলমগীর, বিভিন্ন দপ্তরের সরকারি – বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আনসার প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype