শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের উদ্যােগে পালিত হলো শুভ বুদ্ধ পুর্নিমা

 মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্থানরত বৌদ্ধদের ধর্মীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে ২০শে মে ২০২২ ইংরেজী ২৫৬৬ বুদ্ধাব্দ, শুক্রবার “শুভ বুদ্ধ পূর্ণিমা” বর্নাঢ্য আয়োজনে উপদেষ্টা বাবু বিনয় বড়ুয়া’র ফেহাস্থ বাসায় সকাল ১০ ঘটিকায় বুদ্ধ পূজা, সীবলী পূজা এবং সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে।

দুপুর ১২ ঘটিকায় প্রধান উপদেষ্টা আশোক কুমার বড়ুয়া,র সভাপতিত্বে ত্রি- স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়।সভাপতি – দুলাল কান্তি বড়ুয়া,র পূজা উর্ৎসগের মধ্য দিয়ে সুমন রাজ বড়ুয়া,র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখন – বিনয় প্রসাদ বড়ুয়া, আলোচনায় অংশ নেন -উওম বড়ুয়া,বাবুল বড়ুয়া(১) মঞ্জন বড়ুয়া,মিঠুন বড়ুয়া, চন্দন বড়ুয়া,বাবুল বড়ুয়া ( ২)রোমেল মুৎসুদ্দী উওম বড়ুয়া(২)মিলন বড়ুয়া, বিদায়ন বড়ুয়া।অন্যদের মাঝে উপস্হিত ছিলেন -সংঘতরু বড়ুয়া,রিটন বড়ুয়া,রকি বড়ুয়া, রয়েল বড়ুয়া নবাগত সদস্য সৌরভ বড়ুয়া ইমন প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন – বুদ্ধের অহিংসা পরম ধর্ম আদর্শে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে চলুক, ঐতিহ্যগত মূল্যবোধ সমুন্নত রেখে এবং মহামতি বুদ্ধের আদর্শ ধারন করে মানব কল্যাণে নিবেদিত হয়ে সমিতির কার্যক্রম কে আরো বেগবান করার আশাবাদ প্রত্যয় ব্যক্ত করেন ও শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন সফলতায় সার্বিক সহযোগিতার জন্য উপদেষ্টা বাবু বিনয় প্রসাদ বড়ুয়া,র প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আগামীতে সবার অংশ গ্রহন, সহযোগিতা কামনা করেন ও সদ্য প্রয়াত সংগঠনের আজীবন সদস্য বাবু পরিপূর্ণ বড়ুয়া,র নির্বাণ সুখ কামনায় পূর্ণ্যদান করা হয়। পরিশেষে মধ্যহৃ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype