শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা শনিবার(২১ মে) সন্ধ্যায় সভাপতি এডভোকেট আলহাজ্ব সৈয়দ মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ এবং জেলা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী।

সভায় বক্তাগণ বলেন- প্রতিনিয়ত আমাদের সামাজিক মুল্যবোধের অবক্ষয় হচ্ছে, সমাজে দিন দিন অন্যয় অনিয়ম রেড়েই চলেছে। আমরা একে অপরকে ঠকাচ্ছি এবং অন্যভাবে আমরা নিজেই ঠকছি। আমরা কেউই সচেতন হচ্ছিনা, যে কোনো দপ্তরের কাজে আমরা নিজেরাই অনিয়মের মাধ্যমে অপরকে সুবিধা দিয়ে কাজ করে নিচ্ছি। নিজে দুর্নীতিমুক্ত হয়ে সমাজ হতে দুর্নীতি নিবারনের সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশে হতে সকল অন্যায় অনিয়ম দুর করতে নিজেকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। সকল অনিয়ম এর গ্রাস হতে দেশ ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষার জন্য অভিভাবক ও সচেতন সংশ্লিষ্ট সকলের এগিয়ে আসার আহবান জানান।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মো. আবসারুল হক, সহ. সভাপতি- অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহীন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক- মো. আবু বক্কর সিদ্দিক, সহ.সাধারণ- সম্পাদক সাহিত্যিক আবু ইউসুফ মজুমদার, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক কামরুল মোর্শেদ তমাল, মানবাধিকার কমিশন চট্টগ্রামের সভাপতি হাকিম আলী, প্রচার সম্পাদক এডভোকেট মো. রেজাউল করিম মন্ডল, জলবায়ু বিষয়ক সম্পাদক মো. ফোরকান উদ্দিন, প্রকৌশল বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহমুদুল করিম, দপ্তর সম্পাদক- এডভেকেট আরাফাত হোসেন হীরা, ইতিহাস একাত্তর টিভির প্রকাশক প্রকৌ. দিলু বড়ুয়া জয়িতা, নারী উদ্যোক্তা আয়েশা বেগম, মো. দুলাল মিয়া, মো. রাজু মিয়া, সাংবাদিক রতন বড়ুয়া, মো. ইউসুফ, সেলিনা রহমান, ডা. স্বর্না মন্ডল, ঊর্ধতন ব্যাংক কর্মকতা মো. সিরাজ উদ দৌলা চৌধুরী, মইন উদ্দিন আহমেদ, মো. রেজাউল করিম রাকিব, মো. কাশেম, কাজী এহসান বিন নাসির প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype