বৃহস্পতিবার-১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ-১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

‘ডিম আগে না মুরগি আগে’,‘দাদাগিরি’র মঞ্চে তা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি

ডিম আগে না মুরগি আগে, উত্তর দিলেন সৌরভ গাঙ্গুলি

‘ডিম আগে না মুরগি আগে!’- অনেকেই হয়ত এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কিন্তু অনেক চিন্তার পরও দিতে পারেননি সঠিক উত্তর। কারণ মুরগি না এলে ডিম কোথা থেকে আসবে। আবার ডিম না থাকলে মুরগিই বা কোথা থেকে আসবে।

তবে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ‘দাদাগিরি’র মঞ্চে তা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি।

 

সম্প্রতি ‘দাদাগিরি’র একটি পুরোনো এপিসোড ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে বিশ্বনাথ বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তীকে। আর বিশ্বনাথকেই সৌরভ প্রশ্ন করেন, ‘ডিম আগে না মুরগি’? তবে জবাব দিতে পারেননি বিশ্বনাথ। তিনি ভেবেছিলেন প্রশ্নে যেহেতু মুরগির আগে ডিম লেখা আছে, তাহলে সেটাই হবে সঠিক জবাব।

কিন্তু সৌরভ বুঝিয়ে দিলেন, সঠিক উত্তর ‘ডিম’। কারণ, প্রশ্নে কোথাও বলা হয়নি মুরগির ডিমের কথাই বলা হচ্ছে। আর আমাদের ইতিহাস বলে, প্রথমে ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। আর সেটাই ছিল পৃথিবীর প্রথম প্রাণী। তাই উত্তর ‘ডিম’ই হবে।

প্রসঙ্গত, ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। তারা বলছেন মুরগির ডিমের খোলায় এক বিশেষ ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনটির নাম ওভোক্লিডিন। এটি ছাড়া ডিমের খোলা তৈরি হবে না। আর এই প্রোটিনটি শুধুমাত্র মুরগির জরায়ুতেই তৈরি হয়। এখন মুরগি যদি আগে না আসত, তাহলে এই বিশেষ প্রোটিনটিও তৈরি হত না। ফলে আসত না ডিমও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype