মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ের ওয়াহেদপুরে মাদক চুরি ছিনতাই ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

 আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে সচেতনতামূলক সভা অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় (১১ই বুধবার) বিকালে মিরসরাই থানার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের বিট পুলিশিংয়ের সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাকিবুল ইসলাম, এসআই কোহিনূর ইসলাম, এএসআই কবির হোসেন। এসময় বক্তৃতারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন। এসময় ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডের ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার প্রধান অথিতি মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম স্যারের নির্দেশনায় আমার সরাসরি তত্বাবধানে মিরসরাই থানার ৮ টি ইউনিয়নের বিট অফিসারবৃন্দ এই কার্যক্রম অব্যহত রেখেছে। গত কয়েক মাস যাবত এই উপজেলায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ করছে। সকল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে মিরসরাই থানার প্রত্যন্ত অঞ্চলে।
এ কার্যক্রম আরো বেগবান করার জন্য বিট পুলিশিং নিয়ে সচেতনতামূলক আরো সভা করা হবে বলেও তিনি জানান। এসময় তিনি বিট পুলিশিংয়ে কার্যক্রম সফল করার জন্যে সকলের সহযোগিতা ও কামনা করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype