রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

৫১ শতাংশ রপ্তানি আয় বেড়েছে এপ্রিলে

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বলছে, পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে ৫১ দশমিক ১৮ শতাংশ। এ সময়ে ৪৭৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

ইপিবি’র হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিগত ২০২০-২১ অর্থবছরের এপ্রিল মাসে মোট রপ্তানির পরিমাণ ছিল ৩১৩ কোটি ৪৩ লাখ ডলারের। আর চলতি ২০২১-২২ অর্থবছরের এপ্রিলে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৩৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসেবে আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০ দশমিক ৬৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এ সময়ে পণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩ হাজার ২০৭ কোটি ২৭ লাখ ডলার। ১০ মাসে পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ। -বাসস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype