
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) একনিষ্ট আশেক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সম্মানিত সদস্য, বোয়ালখালী উপজেলাধীন সাবেক সাংগঠনিক সমন্বয়কারী ,খিতাপচর হকভান্ডারী স্মরণ সভা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য বোয়ালখালীর খিতাপচর নিবাসী মো. নুরুল ইসলাম ৩ মে বৈশাখ ১৪২৯, পহেলা শাওয়াল ১৪৪৩ পবিত্র ঈদের দিন সকাল ৬.০৫ মিনিটে ৫৮ বছর বয়সে আকস্মিকভাবে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে, এক ছেলে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
একই দিন বাদে আসর খিতাপচর আটতলা দরগাহ প্রাঙ্গনে ’শাহ আহমদ উল্লাহ ঈদগাহ’ ময়দানে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাযায় ইমামতি করেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদাশীন হযরত মাওলানা শেখ সাইফুল্লাহ ফারুকি এবং মোনাজাত পরিচালনা করেন আহল্লা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরত মওলানা মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনাইদ।
নুরুল ইসলামের মৃত্যুতে মাইজভান্ডার শরীফ ‘দরবার-ই-গাউসুল আজম মাইজভান্ডারী’র গাউসিয়া হক মঞ্জিল’এর সাজ্জাদানশীন রাহবার-ই-আলম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী এবং ‘মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’ কেন্দ্রিয় পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী রাব্বুল আলামিনের দবরারে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এতে আরো শোক প্রকাশ করেন- ‘মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’ শাকপুরা শাখা, বোয়ালখালী পৌরসভা শাখা, পশ্চিম গোমদন্ডি শাখা, খিতাপচর হকভান্ডারী স্মরণ সভা সংসদ, ৫ ও ৬নং ওয়ার্ড শাখা, সূর্যগিরি আশ্রম শাখা, বোয়ালখালী প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।