সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার এই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন.১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহবুদ্দিন আরিফ বি এ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাউজান থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম.। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজম খান.।

পশ্চিম গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি  আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক জামাল উদ্দিন. .ইমতিয়াজ হোসেন, অমল বড়ুয়া. জগদিশ মেম্বার. ।

আরো উপস্থিত ছিলেন আবদুল মান্নান সোহেল জয়নাল আবেদীন.,লোকমান হোসেন মেম্বার. অজিত মেম্বার .  লিটন দে মেম্বার . মোস্তাফিজ সাবেক মেম্বার. টনি বড়ুয়া. সাধারণ সম্পাদক পশ্চিম গুজরা ইউনিয়ন যুবলীগ. জামাল মেম্বার . রাশেদ সাবেক মেম্বার. ইসমাইল সাবেক মেম্বার .আরিফুল ইসলাম আরিফ. মনজুৱ কাদের. শাফায়াত হোসেন তৌহিদ. আকবর আলী জয়. মোহাম্মদ সালাউদ্দিন. আব্দুর রহমান. ওমান প্রবাসী মোঃ হারুন ।

এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ .আওয়ামী লীগ. নেতৃবৃন্দ.এলাকার সাধারন জনগন উপস্থিত ছিলেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype