
বাংলা নব বর্ষবরণ উপলক্ষে গত ১৪ই এপ্রিল ২০২২ ইং রাউজান দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদ (২০২১-২০২৩) এর অভিষেক ও শপথ এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের যুগ্ম-মহাসচিব, দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির প্রধান পৃষ্ট পোষক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া’র পিএইচডি অর্জনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সফল সাবেক সাঃ সম্পাদক বাবু রূপায়ন বড়ুয়া এবং পরিষদের যুগ্ম সম্পাদক বাবু বিপ্লব বড়ুয়া’র সঞ্চালনায়, বর্তমার সভাপতি বাবু সত্যজিত বড়ুয়ার সভাপত্তিতে অতিথিরা আসন গ্রহণ করেন অনুষ্ঠানের উদ্বোধক- বাবু রাহুল কান্তি বড়ুয়া, প্রধান অতিথি- মোঃ আশরাফুল ইসলাম, প্রধান বক্তা- বাবু অজিত কুমার বড়ুয়া, সম্মানিত অতিথি- সৈয়দ আব্দুল জব্বার সোহেল ( চেয়ারম্যান, ১২ নং উরকিরচর), লেখক-সাংবাদিক শওকত বাঙালি, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া।
মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পায়রা অবমুক্তায়ন এবং উদ্বোধনী ভাষনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। এরপর সংবর্ধিত জন প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া সমিতির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান। অভিষেক উপলক্ষে স্মরণিকা “পল্লী” অবমুক্ত করেন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংকেল বড়ুয়া। সংবর্ধিত অতিথি প্রফেসর ডা.উত্তম কুমার বড়ুয়াকে সংবর্ধনা ক্রেষ্ট, ফুল ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি ইন্টান্যাশনাল সেন্টার ফর নেতাজী সুভাষ আইডিওলজির চেয়ারম্যান, গবেষক মোঃআশরাফুল ইসলাম।
স্বাগত ভাষন রাখেন সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বাবু ছোটন বড়ুয়া।
সভাপতি বাবু সত্যজিত বড়ুয়ার সমাপনী বক্তব্যের পর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা করা হয়।