
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘ মনীষা মহামান্য ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো মহোদয় পবিত্র রমজান মাসে গরীব দুঃখীদের মাঝে যেই ইফতার বিতরণ কার্যক্রম সৃষ্টি করেছিলেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের
উদ্যোগে প্রতিবছরের ন্যয় মুসিলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে ।
ইফতার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, প্রাক্তন মহাসচিব বাবু পি আর বড়ুয়া , মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নংওয়ার্ড এর সম্মানিত কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার বড়ুয়া সহ নেতৃবৃন্দ । বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য যে একমাস ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে।